অদ্ভুতুড়ে 10:27 AM

দিন দুনিয়ার মালিক খোদা,  দিল কি দয়া হয় না

 তোমার দিল কি দয়া হয় না,  তোমার দিল কি দয়া হয় না।


কাটার আঘাত দাও গো যারে তারে,  কাটার আঘাত দাও গো যার তারে 

ফুলের আঘাত ............. সয় না, তোমার দিল কি দয়া হয় না।


দিন দুনিয়ার মালিক খোদা,  তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না।


সব্‌ই দিয়ে যার সব্‌ই কেড়ে নাও, সব্‌ই দিয়ে যার সব্‌ই কেড়ে নাও

তার তো প্রানে সয় না, তোমার দিল্‌ কি দয়া হয় না।


দিন দুনিয়ার মালিক খোদা,  তোমার দিল কি দয়া হয় না,

সেই দুঃখেতে বন্ধু কে মোর,  সেই দুঃখেতে বন্ধু কে মোর

কবরে শোয়াই রে, দম যেন মোর যায়, আহা দম যেন মোর যায় ।



Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.