Aerogel হচ্ছে একটি কঠিন পদার্থ এবং এটি পৃথিবীর সবচেয়ে হালকা কঠিন পদার্থ । সেমুয়েল ইষ্টিফেন নামের একজন বিজ্ঞানী ১৯৩১ সালে এটি আবিষ্কার করেন ।
![]() |
| সবচাইতে হালকা কঠিন পদার্থ |
এটির ঘনত্ব ১.৯ মিলিগ্রাম/সেন্টিমিটার । মানুষের
আকারের একটা এরোজল ব্লকের ওজন মাত্র ৪৫৫ গ্রাম ।
নাসা সাধারণত মহাকাশের ময়লা ধরার জন্য এটিকে ব্যবহার করে ।


Post a Comment