Home
অন্যান্য
পেট্রোল, অকটেনের দিন শেষ এখন মোটরসাইকেল চলবে শূকরের চর্বিতে
পেট্রোল, অকটেনের দিন শেষ এখন মোটরসাইকেল চলবে শূকরের চর্বিতে.............
শূকরের চর্বি দিয়েই আপনার সাধের মোটরসাইকেল চালাতে পারবেন। আমেরিকার একদল বিজ্ঞানী শূকরের চর্বি যার আনুষ্ঠানিক নাম ‘ব্যাকন গ্রিজ’-এর মাধ্যমে মোটরসাইকেল চালানোর এ প্রযুক্তি উদ্ভাবন করেছে।
আমেরিকার হারমেল ফুড কোম্পানি ও বায়োডিজেল ফার্মের যৌথ উদ্যোগে নতুন এ জ্বালানি সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবন করা হয়। প্রতিষ্ঠান ২টির দেয়া তথ্যানুযায়ী, এক গ্যালন শূকরের চর্বিতে ৭৫ থেকে ১০০ মাইল পর্যন্ত মোটরসাইকেল চালানো সম্ভব। এক গ্যালন শূকরের চর্বির দাম পড়বে সাড়ে ৩ ডলার।
ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন স্থানে শূকরের চর্বি ব্যবহার করে মোটরসাইকেল চালানো শুরু হয়েছে। পরীক্ষামূলক ধাপ উৎরালে শিগগিরই হয়তো বিশ্ববাজারেও পাওয়া যাবে পেট্রোলের এ বিকল্প জ্বালানি। তাহলে পেট্রোল অকটেনের উপর চাপ কমবে ।
Post a Comment