অদ্ভুতুড়ে 11:34 PM

Tunnel Of Love, Ukraine । যদিও এই টানেলটি প্রকৃতির রং সবুজেই ঘেড়া তারপরও এর নাম "টানেল অফ লাভ" অর্থাৎ ভালবাসার টানেল। কেন এই নাম তা জানতে পারিনি তবে প্রকৃতির রং সবুজে ঘেড়া এই পথে ভ্রমন করলে যে প্রকৃতির প্রতি ভালবাসা হাজার গুন বেড়ে যাবে তা হয়ত বা প্রায় নিশ্চিত ভাবেই বলা যায়। আর হয়ত বা এ কারনেই এর নাম "টানেল অফ লাভ" অর্থাৎ ভালবাসার টানেল। 

 ইউক্রেনের "টানেল অফ লাভ" বা ভালবাসার টানেলের ১০ টি চিত্র সবার সাথে শেয়ার করলাম।  



 







Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.