যুদ্ধ বন্ধ করার এর চেয়ে ভালো আহ্বান আর হয় না । ফিলিস্তিনি এক নারী যুদ্ধ বন্ধ আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নীরব প্রতিবাদ সরূপ ইসরাইলের নিক্ষেপ করা গ্যাস গ্রেনেড এর খোল দিয়ে ফুল চাষ করছেন । আমরা সব সময় বলি যুদ্ধ বন্ধ কর কিন্তু পারত পক্ষে কিছু করি না । এই নারীর এই আহ্বান পৌঁছে যাক বিশ্ব দরবারের কাছে আর বন্ধ হোক সব যুদ্ধ ।





Post a Comment