১৩ অগাস্ট ২০১৪ তে মহাকাশে প্রেরণ করা স্যাটেলাইট ওয়ার্ল্ড ভিউ-৩ (WorldView-3) প্রথম ছবি পাঠিয়েছে যা অনেক বেশি স্বচ্ছ এবং তাক লাগিয়ে দেওয়ার মত ।
এই নুতন স্যাটেলাইট মহাকাশ থেকে ৩১ সেন্টিমিটার রেজুলেশন এ ছবি তুলতে সক্ষম । এর অর্থ প্রতি ১ পিক্সেল-এ পৃথিবীর প্রতি ১ বর্গ ফুট স্থান দেখা যাবে । তার মানে ইয়ানকি স্টেডিয়াম (Yankee Stadium) এ যে প্রতি বর্গ ফুটে প্লেট ডিজাইন করা আছে তা সুস্পষ্ট ভাবে দেখা যাবে । ম্যাপ এর মধ্যে সব কিছু প্রকৃত শেপ এবং সাইজ এ দেখা যাবে । রাস্তায় চলমান গারিবা বাস বা ট্রাক এর স্পষ্ট ছবি ও শেপ পাওয়া যাবে । এমন কি জনসংখ্যার ঘনত্ব জানা যাবে । আর এ সবই পৃথিবী থেকে মাত্র ৩৮৩ মাইল দূরে অবস্থিত ওয়ার্ল্ড ভিউ-৩ স্যাটেলাইট এর কৃতিত্ব ।
ওয়ার্ল্ড ভিউ-৩ স্যাটেলাইট যে পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ ছবি তুলতে সক্ষম তা কিন্তু নয় । কিছু সামরিক স্যাটেলাইট আছে যা ১৫ থেকে ২০ সেন্টিমিটার রেজুলেশনে ছবি তুলতে পারে । তবে বাণিজ্যিক ভাবে প্রস্তুত করা স্যাটেলাইট এর মধ্যে এই স্যাটেলাইট এর ছবির রেজুলেশন সব চেয়ে বেশি । এর আগে বাণিজ্যিক ভাবে প্রস্তুত করা স্যাটেলাইট জিও আই-১ (GeoEye-1) এর সর্বচ্চ রেজুলেশন ছিল ৪৬ সেন্টিমিটার ।
ওয়ার্ল্ড ভিউ-৩ স্যাটেলাইট এর আরও একটি গুরুত্ব পূর্ণ বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমেরিকার সংবিধানে সামরিক বাহিনী ছাড়া কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান কে ৫০ সেন্টিমিটার রেজুলেশনের চেয়ে কম সেন্টিমিটার রেজুলেশনের ছবি বাণিজ্যিক ভাবে বিক্রির অনুমতি ছিল না । কিন্তু ওয়ার্ল্ড ভিউ-৩ তৈরির প্রতিষ্ঠান ডিজিটাল গ্লোব (DigitalGlobe) এই নিয়ম ভঙ্গের অনুমতি পেয়ে গেছে । তারা এখন থেকে ঠিক ছয় মাস পর থেকে ৩০ সেন্টিমিটার রেজুলেশনের ছবি বাণিজ্যিক ভাবে বিক্রি করতে পারবে যে কোন ব্যাক্তির কছে যে কিনা কিনতে ইচ্ছুক ।
এখানে যে ছবি গুলো দেখছেন তা সবই ৪০ সেন্টিমিটার রেজুলেশনের ছবি কেননা প্রতিষ্ঠানটিকে এখনও ৬ মাস অপেক্ষা করতে হবে ৩০ সেন্টিমিটার রেজুলেশনের ছবি বিক্রির অনুমতির অপেক্ষা কাল শেষ হবার ।
এই নুতন স্যাটেলাইট মহাকাশ থেকে ৩১ সেন্টিমিটার রেজুলেশন এ ছবি তুলতে সক্ষম । এর অর্থ প্রতি ১ পিক্সেল-এ পৃথিবীর প্রতি ১ বর্গ ফুট স্থান দেখা যাবে । তার মানে ইয়ানকি স্টেডিয়াম (Yankee Stadium) এ যে প্রতি বর্গ ফুটে প্লেট ডিজাইন করা আছে তা সুস্পষ্ট ভাবে দেখা যাবে । ম্যাপ এর মধ্যে সব কিছু প্রকৃত শেপ এবং সাইজ এ দেখা যাবে । রাস্তায় চলমান গারিবা বাস বা ট্রাক এর স্পষ্ট ছবি ও শেপ পাওয়া যাবে । এমন কি জনসংখ্যার ঘনত্ব জানা যাবে । আর এ সবই পৃথিবী থেকে মাত্র ৩৮৩ মাইল দূরে অবস্থিত ওয়ার্ল্ড ভিউ-৩ স্যাটেলাইট এর কৃতিত্ব ।
ওয়ার্ল্ড ভিউ-৩ স্যাটেলাইট যে পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ ছবি তুলতে সক্ষম তা কিন্তু নয় । কিছু সামরিক স্যাটেলাইট আছে যা ১৫ থেকে ২০ সেন্টিমিটার রেজুলেশনে ছবি তুলতে পারে । তবে বাণিজ্যিক ভাবে প্রস্তুত করা স্যাটেলাইট এর মধ্যে এই স্যাটেলাইট এর ছবির রেজুলেশন সব চেয়ে বেশি । এর আগে বাণিজ্যিক ভাবে প্রস্তুত করা স্যাটেলাইট জিও আই-১ (GeoEye-1) এর সর্বচ্চ রেজুলেশন ছিল ৪৬ সেন্টিমিটার ।
ওয়ার্ল্ড ভিউ-৩ স্যাটেলাইট এর আরও একটি গুরুত্ব পূর্ণ বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমেরিকার সংবিধানে সামরিক বাহিনী ছাড়া কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান কে ৫০ সেন্টিমিটার রেজুলেশনের চেয়ে কম সেন্টিমিটার রেজুলেশনের ছবি বাণিজ্যিক ভাবে বিক্রির অনুমতি ছিল না । কিন্তু ওয়ার্ল্ড ভিউ-৩ তৈরির প্রতিষ্ঠান ডিজিটাল গ্লোব (DigitalGlobe) এই নিয়ম ভঙ্গের অনুমতি পেয়ে গেছে । তারা এখন থেকে ঠিক ছয় মাস পর থেকে ৩০ সেন্টিমিটার রেজুলেশনের ছবি বাণিজ্যিক ভাবে বিক্রি করতে পারবে যে কোন ব্যাক্তির কছে যে কিনা কিনতে ইচ্ছুক ।
এখানে যে ছবি গুলো দেখছেন তা সবই ৪০ সেন্টিমিটার রেজুলেশনের ছবি কেননা প্রতিষ্ঠানটিকে এখনও ৬ মাস অপেক্ষা করতে হবে ৩০ সেন্টিমিটার রেজুলেশনের ছবি বিক্রির অনুমতির অপেক্ষা কাল শেষ হবার ।




Post a Comment