অদ্ভুতুড়ে 6:31 AM 1 comments

জাপানি গবেষকরা পৃথিবীর সব চেয়ে দ্রুত গতির ক্যামেরা তৈরি করছে যা প্রতি সেকেন্ডে ৪.৪ ট্রিলিয়ন ফ্রেম ক্যামেরা বন্দি করতে সক্ষম ।

the fastest camera in the world
the fastest camera in the world


এই নুতন ক্যামেরা বর্তমান বিশ্বের যেকোনো ক্যামেরার তুলনায় ১০০০ গুন বেশি দ্রুত ছবি তুলতে সক্ষম । এই ক্যামেরায় ব্যাবহার করা হয়েছে একদমই নুতন প্রজুক্তি যা সিকুএন্টালি টাইমড অল-অপ্টিকাল ম্যাপিং ফটোগ্রাফি ( Sequentially Timed All-optical Mapping Photography বা STAMP ) নামে পরিচিত ।

Sequentially Timed All-optical Mapping Photography , STAMP
Sequentially Timed All-optical Mapping Photography বা STAMP

পৃথিবীর বর্তমানে যে দ্রুত গতির ক্যামেরা আছে তা পাম্প-প্রব প্রসেস 'pump-probe process' প্রজুক্তি ব্যাবহার করে । এই প্রজুক্তিতে লাইট বা আলো অবজেক্ট বা ছবির বিষয় বস্তুর উপর পাম্প করা হয় এবং প্রব (probe) এর মাদ্ধমে সেই আলো ক্যামেরার সেন্সর-এ প্রবেশ করে এবং ছবি তোলা হয় । কিন্তু এই নুতন ক্যামেরায় STAMP প্রজুক্তি ব্যাবহার করে আলো কে আলট্রা ফাস্ট সিঙ্গেল শট ব্রাস্ট মুডে অবজেক্ট বা ছবির বিষয় বস্তুর কে বুজতে বা ম্যাপ করতে পরে এবং তাই যেকোনো ক্যামেরার চেয়ে দ্রুত ছবি তোলা যায় । পাম্প মুডে একবার ছবি তুলার পর আবার সেই বিষয় বস্তুর ম্যাপিং করতে থাকে ক্যামেরা যার কারনে এই পদ্ধতিতে ছবি তুলতে সময় বেশি প্রয়োজন হয় ।

গবেষকরা বিভিন্ন সংবাদ মাদ্ধমে তাদের এই আবিষ্কারের কথা প্রকাশ করেছেন এবং বাণিজ্যিক ভাবে এই ক্যামেরা তৈরির ঘোষণা দিয়েছেন । তারা আশা করছেন বিভিন্ন মেডিকেল অ্যাপ্লিকেশন, ফটোকেমিস্ট্রি এবং প্লাস্মা ফিজিক্স-এ বহুল ভাবে ব্যাবহার হবে ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.