অদ্ভুতুড়ে 5:29 AM
নেট ব্রাউজ করতে পারছেন না শুধু "Connection untrusted" দেখাচ্ছে এর কারণও জানা যাচ্ছে না, সমস্যা নেই নিয়ে এলাম সহজ উপায়, ইন্টারনেট, কী কেন কীভাবে, কম্পিউটিং।

সহজ উপায়ে মুক্তি পান নেট ব্রাউজারের "Connection untrusted" দেখানোর বিড়ম্বনা হতে।

আমরা অনেক সময় পিসিতে সমস্যা দেখা দিলে পেসিকে সি ফরমেট দেই, এতে দেখা যায় যে পরবর্তীতে নেট চালানোর সময় কয়েকটি সাইট ব্যতিত বাকি সবগুলো সাইটেই ইন্টার করা যায় না শুধু "Connection untrusted" দেখায়।


এটি দেখায়।

এতে আমরা অনেকে নার্ভাস হয়ে যাই যেন আমাদের পিসির কোন সফটওয়্যার জনিত সমস্যা হল কিনা। কিন্তু সমস্যাটি এতই সামান্য যে জানার পর আপনারা বলবেন এত সহজ জিনিসটি মাথায় আসলো না। এখন দেখে নিন সমস্যার সমাধানটি, আপনার পিসিতে উপরিকৃত সমস্যা দিলে প্রথমেই আপনি দেখবেন আপনার পিসির তারিখ ও সময় ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে নিন এরপর ব্রাউজারটি রিলোড দেন থেকবেন ঠিক হয়ে গেছে। কি বলেছিলাম না সমস্যাটির সমাধান একধমই সামান্য। কিন্তু আবার যদি এমন হয় যে প্রতিবারই পিসি খুললেই তারিখ ও সময় অটো পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আপনার পিসির ব্যাটারিটা চেক করে নিবেন।

আশা করি পোস্টটি ছোট হলেও পড়ে উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.