মোবাইল ডিভাইসের জনপ্রিয়তার সঙ্গে বাড়ছে ওয়াই-ফাইয়ের ব্যবহার। তারবিহীন প্রযুক্তির যুগে এ প্রযু্ক্তি স্বাচ্ছন্দ্য এনেছে ইন্টারনেট ব্যবহারে। দেশের শিক্ষা প্রতিষ্ঠান, রেল স্টেশন, হোটেলে কিংবা শপিং মলে এখন উম্মুক্ত ওয়াই-ফাইয়ের ছড়াছড়ি।
কোপেনহেগেনের কয়েকজন ডেনিস কিশোরীর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্প্রতি জানা যায় ওয়াই-ফাই তরঙ্গ গাছের বৃদ্ধিতে জন্য সহায়ক নয়।একটি সংবাদ বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, সম্প্রতি ডেনমার্কের একটি স্কুলের পাঁচ বালিকার একটি দল ওয়াই-ফাই তরঙ্গ উদ্ভিদ বৃদ্ধিতে ক্ষতিকর হওয়ার প্রমাণ পেয়েছে।
![]() |
| ওয়াই-ফাই |
পাঁচ বালিকা এই গবেষণার জন্য ওয়াই-ফাই রাইডার স্থাপন করে গাছপালার কাছে। তারা একটি কক্ষে ওয়াই-ফাই রাইডার ছাড়া গাছপালার চারাসহ ছয়টি ট্রে এবং অন্য কক্ষে ওয়াই-ফাই রাইডারসহ গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রে রাখে।
গবেষক দলটি ১২দিন পর লক্ষ করে, ওয়াই-ফাই রাইডার থেকে দূরে গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রের চারাগুলো স্বাভাবিকভাবেই বেড়েছে, অন্যদিকে ওয়াই-ফাই রাইডারের কাছে গাছপালা চারাসমৃদ্ধ ছয়টি ট্রের চারাগুলো অনেকটা বাদামি রং ধারণ করে
.jpg)
Post a Comment