ইন্টারনেট বেশি সময় ব্রাউজিং করা অথবা বেশি করে ই-মেইল করলে আপনার স্মৃতিশক্তি বাড়বে । সম্প্রতি এমনি একটি গবেষণা করে জানিয়েছেন বিজ্ঞানীরা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ থেকে ৮৯ বছর বয়সী ৬ হাজার ৪৪২ জন মানুষের ওপর গত ৮ বছর ধরে গবেষনা চালিয়ে আসছেন গবেষক অ্যান্দ্রে জুনকুয়েরা জেভিয়ারের দল।তাদের গবেষনায় উঠে এসেছে, অধিক সম্পত্তি, শিক্ষা ও ডিজিটাল লিটেরেসি বাড়ায় মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি।
ডিজিটাল লিটেরেসির ফলে বাড়ে মস্তিষ্কের কগনিটিভ নেটওয়ার্ক। অর্থাত্ তা বাড়িয়ে তোলে স্মৃতিশক্তি। ফলে নতুন প্রজন্মে কমতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা।
ডিজিটাল লিটেরেসির ফলে বাড়ে মস্তিষ্কের কগনিটিভ নেটওয়ার্ক। অর্থাত্ তা বাড়িয়ে তোলে স্মৃতিশক্তি। ফলে নতুন প্রজন্মে কমতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা।
এই প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে দ্য জার্নালস অফ জেরোনটোলজি

Post a Comment