অদ্ভুতুড়ে 10:39 PM
গুগল মানচিত্র সেবা –
Projuktii.com


বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে গুগল ম্যাপসের নতুন সংস্করণে । এগুলো এক জায়গা থেকে বিভিন্ন অবস্থানের দুরত্ব মাপার সুবিধাটি অনেকের কাজে লাগবে । গুগল ম্যাপসে দুরত্ব মাপার কাজটা যেকোন অবস্থানগত দুরত্ব মাপার জন্য করা যাবে । গুগল ম্যাপস (maps.google.com) চালু করে নিজের কাঙিক্ষত অবস্থানে গিয়ে এর ওপর click করে measure distance অপশনটি নির্বাচন করুন । সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ম্যাপের অবস্থানে click করে পথটি দেখিয়ে দিন । দুই ক্লিকের বা পয়েন্টের মাঝখানটা সরলরেখা বরাবর হয় বলে সঠিক দুরত্ব পাওয়া যায় না । তাই এ সরলরেখার মাঝখানে পথের যেকোন অংশ মাউস দিয়ে টেনে (ড্রাগ করে) সঠিক জায়গায় বসাতে পারবেন । এভাবে দুরত্বটাও অনেক নির্ভূল হবে । প্রথম এবং শেষ প্রান্ত পযর্ন্ত দুরত্বের একটা হিসাব পাওয়া যাবে নির্দেশিত পথের শেষ মাথায় । তা ছাড়া র্সাচ বক্সেও পথের হিসাবটা দেখে নেওয়া যাবে । 


আপনি প্রতিদিন কতটুকু পথ হাটলেন অথবা নতুন কোন জায়গায় গিয়ে পথের দুরত্ব অনুমানের জন্য গুগল ম্যাপের এ সুবিধাটি কাজে লাগাতে পারেন সহজেই । বতর্মান দুরত্বের হিসাবটা ম্যাপ থেকে বাদ দিতে চাইলে অথবা নতুন করে আবার মাপার প্রয়োজন হলে চালু থাকা ম্যাপে done click করে clear measurement অপশনটিতে click করলেই হবে । 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.