অদ্ভুতুড়ে 4:24 AM

টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করবার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।



যেকোনো রান্নায় তেল তো লাগেই! গরম তেলে যখন পেঁয়াজ-মরিচ-মসলা দেয়া হয় তখন ছিটে আসে আশেপাশে। এই ছিটে আসা তেল যখন আপনার গ্যাসের চুলার ওপর এসে পড়ে, তা হয়ে ওঠে তেল চিটচিটে। প্রতিদিন পরিষ্কার করলেও এই তেল চিটচিটে ভাব সহজে যেতে চায় না। কী করবেন তাহলে? জেনে নিন।

দুই কাপ পানি গরম করে নিন। এতে এক চা চামচ ডিটারজেন্ট, এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ ভিনেগার ভালো করে মিশিয়ে নিন। এরপর এই গরম মিশ্রণে একটি সুতি কাপড় ভিজিয়ে চুলার আশপাশ ঘষে ঘষে পরিষ্কার করুন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.