অদ্ভুতুড়ে 4:38 AM 1 comments

মাইক্রোসফটের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯ এর প্রিভিউ উন্মুক্ত হতে পারে আগামী মাসেই। উইন্ডোজ ৯ কোডনেমেই এটি ছাড়া হবে ধারনা করা হচ্ছে। উইন্ডোজ বেশ কয়েক মাস ধরেই এটি ছাড়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে। 




ঠিক উইন্ডোজ ৮ এর প্রিভিউর মতোই এটি হবে। সব ধরণের ফিচার এতে থাকবে না। জেড ডি নেট জানিয়েছে, যারা এর প্রিভিউ ভার্সন ইন্সটল করবেন, তাদের পরবর্তী কয়েক মাসে নতুন নতুন সব আপডেট ইন্সটল করার জন্য নোটিফিকেশন দেওয়া হবে। অর্থাৎ ফাইনাল ভার্সন প্রস্তুত করার আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে। উইন্ডোজ ৯ এর কিছু ফিচার মাইক্রোসফট কিছুদিন আগে হয়ে যাওয়া বিল্ড ডেভেলপার কনফারেন্সে প্রদর্শন করেছিল। এতে ফিরিয়ে আনা হচ্ছে স্টার্ট মেন্যু। অনেক ব্যবহারকারীর সমালোচনার মুখে পড়েছিল মাইক্রোসফট উইন্ডোজ ৮ এ স্টার্ট মেন্যু না থাকায়। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.