অদ্ভুতুড়ে 4:56 AM
 উইন্ডোজ ৮, কি বোর্ড শর্টকাট
আপনি উইন্ডোজ ৮ ব্যবহারকারী ? আপনার জন্য ১০ কিবোর্ড শর্টকাট !
মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম  নতুন ব্যবহারকারীদের কাছে অনেকটা অপরিচিত মনে হওয়াই স্বাভাবিক । আগের সংস্করণ অর্থাৎ উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের কাছে এটি বিরক্তিকরও লাগতে পারে। কিছু কৌশল বা নিয়ম জেনে নিলে নতুন উইন্ডোজে কাজ করা সহজ হয়ে যাবে কয়েক গুন । এই জন্য কিছু ব্যবহারকবিধি ও কৌশল জানা থাকলে খুব সহজে ব্যবহার করা যাবে উইন্ডোজ ৮। এর সঙ্গে কিছু কিবোর্ড শর্টকাট জেনে নিলে কাজ আরও সহজ ও দ্রুততর হবে।

এ প্রতিবেদনে থাকছে প্রয়োজনীয় ১০ শর্টকাট।

১. Windows + , (কমা) চাপলে কম্পিউটারের ডেস্কটপে চলে আসবে। যখন কি ছেড়ে দেওয়া হবে তখন তা আগের অবস্থায় চলে আসবে।

২. Windows + . (ডট) চাপলে উইন্ডো  ডান অথবা বাম পার্শ্বে থাকবে।

৩. Windows + R চাপলে  Run কমান্ড চলে আসবে।

৪. Windows + X চাপলে কুইক এক্সেস মেন্যু ওপেন হবে।

৫. Windows + I চাপলে সেটিংস মেন্যু চলে আসবে।

৬. Windows + M চাপলে সব কিছু মিনিমাইজ হয়ে ডেক্সটপ প্রদর্শিত হবে।

৭. Windows + D চাপলে ডেস্কটপ  প্রদর্শিত হবে। দ্বিতীয়বার চাপলে আগের অবস্থায় ফিরে আসবে।

৮. Windows + Q চাপলে কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন সার্চ করার অপশন আসবে। এর সাহায্যে সহজে যে কোন অ্যাপ্লিকেশন সার্চ করে পাওয়া যাবে।

৯. Windows + W চাপলে সিস্টেম সেটিংস সার্চ করার জন্য সার্চ মেন্যু চলে আসবে।

১০. Windows + F চাপলে ফাইল বা ফোল্ডার সার্চে জন্য মেন্যু চলে আসবে ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.