অ্যাপল উদ্যোগ নিয়েছে চীনে বিভিন্ন অ্যাপল পন্য ব্যবহারকারীদের তথ্য সেদেশেই রাখার। প্রতিষ্ঠানটি এই কাজে চায়না টেলিকমের সার্ভার ব্যবহার করবে।
| apple |
অ্যাপল জানিয়েছে, সেদেশের ব্যবহারকারীদের আইক্লাউড ডেটা একই দেশে সংরক্ষণ করা হলে তারা খুব স্বল্প সময়ে সেগুলো ব্যবহার করতে পারবে। মূলত ব্যবহারকারীর অ্যাপল ডিভাইসের সকল ডেটা ব্যাকআপ কিংবা আইটিউন্স এর যাবতীয় তথ্য সংরক্ষণ করার জন্য আইক্লাউড ব্যবহার করা হয়। এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, " আমরা চায়না টেলিকমকে আমাদের ডেটা সেন্টারের তালিকায় অন্তর্ভুক্ত করেছি। ব্যবহারকারীরা এর ফলে আগের থেকে আরও ভালোভাবে আইক্লাউড ব্যবহার করতে পারবে।" সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি বেশ কঠোর মনোভাব পোষণ করতে শুরু করেছে চীন সরকার। বিশেষ করে চীনের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য চুরির জন্য বরাবরই যুক্তরাষ্ট্রকে সন্দেহ করে আসছে দেশটি। চীন সরকার আর এরই অংশ হিসেবে অ্যাপলের দিকেও সন্দেহের আঙ্গুল তুলেছে।
Post a Comment