অদ্ভুতুড়ে 12:10 AM
burning-husband-and-wife-were-watching-TV

 

ঘরে স্ত্রীর সামনেই নিজের গায়ে আগুন দিলেন স্বামী। ঘরের বাইরে ছড়িয়ে পড়ল ধোঁয়া আর পোড়া গন্ধ। স্ত্রী বললেন তিনি নাকি কিছুই জানতে পারেননি। যখন টের পেলেন তখন তিনি টিভি দেখছিলেন। তাই কাউকে ডাকেননি। স্ত্রী এমন বর্ণনায় হতবাক তার হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা।


এই ঘটনা কলকাতার মানিকতলা হাউজিং কমপ্লেক্সের ।শুক্রবার রাতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। হাউজিং-এর বাসিন্দারা দেখেন কমপ্লেক্সের একটি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে ধোঁয়া আর পোড়া গন্ধ। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসতেই কাটে ধোঁয়াশা। জানা যায় ওই ফ্ল্যাটের বাসিন্দা রঞ্জিত কুমার বরাত গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় পুলিশ  রঞ্জিত কুমারের স্ত্রীকে আটক করে। রাতেই তাকে মানিকতলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। স্ত্রী জানান, ঘরেই স্বামী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করছেন অথচ ঘরে থাকা সত্ত্বেও স্ত্রী নাকি কিছুই জানতে পারেননি। যখন জানতে পান, তিনি তখন টিভি দেখছিলেন। তাই কাউকে ডাকেননি।  স্ত্রীর এই বয়ানে সকলেই থ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.