প্রকাশ হয়েছে ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী সালমার নতুন সিঙ্গেল ‘পরানের বন্ধু’র ফার্স্টলুক টিজার। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ভিডিওটিতে গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন জনপ্রিয় এ গায়িকা।
‘পরানের বন্ধু’র কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীতায়োজন পরিচালনা করেছেন শওকত আলী ইমন। পোশাক পরিকল্পনায় ছিলেন রামিম রাজ, কোরিওগ্রাফিতে হাবিব ও চিত্রগ্রহণে ছিলেন হৃদয় সরকার। নতুন এ গান প্রসঙ্গে সালমা বলেন, ‘শুধু ভালো গাইলেই হবে না, চাই ভালোমানের মিউজিক ভিডিও। সেই কারণে ভিডিওটি করা। টিজার দেখে সবাই আমার প্রশংসা করেছে। আলম ভাই চেষ্টা করেছেন ভালো কাজ করার।’
‘বানিয়া বন্ধু’-খ্যাত এ গায়িকা আরো জানান, পুরো ভিডিওটি প্রকাশ হবে ১৫ রমজানে। ইউটিউবের পাশাপাশি প্রচারে হবে টিভি চ্যানেলেও। সম্প্রতি এফডিসিতে ‘পরানের বন্ধু’র দৃশ্যধারণ হয়। সালমার সঙ্গে অংশ নেন একঝাঁক নৃত্যশিল্পী।
এদিকে ৩০ এপ্রিল ইউটিউবে প্রকাশ হয় সালমার সর্বশেষ গান ‘তুমি আসবা নাকি’। আসিফ ইকবালের কথায় সুর করেছেন আহমেদ রাজীব। সুজানা জাফর ও আশফাক রানাকে মডেল করে ভিডিও পরিচালনা করেন তানিম রহমান অংশু। পাশাপাশি ছিলেন সালমা। গানচিলের ব্যানারে নির্মিত ‘তুমি আসবা নাকি’ ইতোমধ্যে ৬ লাখ ১৮ হাজারের বেশিবার দেখা হয়েছে।
Post a Comment