ব্রেক ছাড়া গাড়ি! ভাবতেই ভেতরটা কেমন জানি লাগে। ভয়ে আঁতকে ওঠার মতো অবস্থা। ব্রেক ছাড়া গাড়িতে চড়তে ভয় পেলেও মানুষ তার পুরো জীবনটাই ব্রেক ছাড়া কাটিয়ে দিচ্ছে।
এমনি গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য পরিচালক আলী ফিদা একরাম তোজো নির্মাণ করেছেন টেলিফিল্ম 'ব্রেক ছাড়া গাড়ি'। টেলিফিল্মটিতে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। এছাড়া আরও রয়েছেন তানজিকা, মিশু সাব্বির, বুড়ি আলী, মৃণাল দত্ত ও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কায়েস চৌধুরীকে।
এ বিষয়ে আলী ফিদা একরাম তোজো জানান, একেবারেই ভিন্ন ধরনের গল্প নিয়ে টেলিফিল্মটি তৈরি করা হয়েছে। এখানে ‘ব্রেক’ শব্দটি ‘সংযম’ অর্থে ব্যবহার করা হয়েছে। ঈদে দর্শক টেলিফিল্মটি দেখে ভিন্ন আমেজ পাবেন।
টেলিফিল্মটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে প্রচার হবে।
Post a Comment