অদ্ভুতুড়ে 10:53 AM

মাঝখানে লম্বা সময় বিরতির পর সম্প্রতি বেশ কিছু নাটকের কাজ হাতে নিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় করছেন নিয়মিত। কিন্তু তিনি চান চলচ্চিত্রে আগের মতো নিয়মিত কাজ করতে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘চলচ্চিত্রে আগের মতো নিয়মিত কাজ করতে চাই। কিন্তু ভালো গল্প বা চিত্রনাট্য পাচ্ছি না। যারা আসছে কাজ করতে, তাদের গল্প ও চিত্রনাট্য পছন্দ হচ্ছে না। পছন্দ হলে অবশ্যই করতাম। আসলে চলচ্চিত্র থেকে অনেক দিন ধরেই দূরে আছি পারিবারিক কারণে। এখন বাবু একটু বড় হয়েছে, যে কারণে সময় দিতে পারছি। কিন্তু নতুন করে চলচ্চিত্রে ফিরতে গেলে ভালো গল্পের একটি ছবি লাগবে, যেটি আমি পাচ্ছি না। বলতে পারেন চলচ্চিত্রে ব্যাক করার মতো ছবি পাচ্ছি না। কারণ এত দিন বিরতির পর সাধারণ মানের কোনো ছবি নিয়ে দর্শকদের সামনে আসতে চাই না।

চলচ্চিত্রে নিয়মিত হতে চান পূর্ণিমা

তবে এরই মধ্যে একটি ছবির ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন দেশীয় চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ততম এই নায়িকা। তিনি বলেন, ‘চ্যানেল আইয়ের একটি ছবিতে যুক্ত হয়েছি। এরই মধ্যে আমার সাথে কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু এখনো চুক্তি হয়নি। ছবির শুটিংয়ের তারিখ বা সহশিল্পী নিয়ে এখনো কোনো কথা হয়নি। ঈদের পর বাকি সব ঠিক করা হবে। তখন অবশ্যই সব কিছু জানাতে পারব। তবে আমি কাজটি করছি এটা নিশ্চিত।’ পূর্ণিমা বলেন, ‘চ্যানেল আইয়ের ছবিটির স্ক্রিপ্ট আমি পড়েছি। আশপাশের মানুষের টানাপড়েনের গল্প। এর রোমান্স দেখে চমকিত হবেন সবাই। এখন অপেক্ষা ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য।’ 

এবার ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করেছেন এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ঈদের স্পেশাল নাটকের কাজগুলো সব সময়ই আমি করে থাকি। এবারও ঈদের কিছু বিশেষ অনুষ্ঠানে কাজ করছি, যেমন ঈদের ছয় পর্বের ধারাবাহিক নাটক, টেলিফিল্মসহ ৫-৬টা নাটকে কাজ করছি। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে পারফর্ম করেছি। এ ছাড়া বিজ্ঞাপনের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে যখন যে কাজ এসেছে পছন্দ হলেই সেগুলো করেছি।’ পূর্ণিমা বলেন, ‘এখন অভিনয় ব্যস্ততার চেয়ে সাংসারিক ব্যস্ততা বেশি। অবসর আমার সন্তানের সাথে কাটাই। কখন সময় চলে যায় টেরই পাই না। তা ছাড়া আমার পরিবারে সব কিছুতেই আমি তদারকি করে থাকি এবং পুরো বিষয়টি উপভোগ করি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.