অদ্ভুতুড়ে 12:33 AM

হলটা কী আলিয়ার? কেঁদে ভাসালেন মহেশ-কন্যা! গত ১৫ মার্চ ছিল নায়িকার জন্মদিন। আর সে দিনই হাউহাউ করে কাঁদলেন তিনি। কেন? কী এমন হল, যে জন্মদিনেই কাঁদতে হল তাঁকে?


সম্প্রতি পুজা ভট্ট সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চলছে আলিয়ার জন্মদিনের সেলিব্রেশন। সেখানে আলিয়ার দাদু এন রাজডান ভায়োলিনে ‘হ্যাপি বার্থডে’ বাজাচ্ছেন বার্থ-ডে গার্লের জন্য। আর তাতেই আবেগে কেঁদে ফেলেছেন আলিয়া।

পরে ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আলিয়া সোশাল মিডিয়ায় বলেছেন, ‘‘আমার গ্র্যান্ড পেরেন্টস্‌ এত সুন্দর ভাবে আমার জন্মদিনে উইশ করেছেন যে আমি চোখের জল ধরে রাখতে পারিনি।’’ আলিয়ার জন্মদিনের ওই ঘরোয়া পার্টিতে হাজির ছিলেন ভট্ট পরিবারের একাধিক সদস্য। 

প্রাইসলেস। জন্মদিনের আদর। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.