অদ্ভুতুড়ে 12:44 AM

পত্রলেখাকে মনে আছে? ‘সিটি লাইটস্’-এ মায়ের চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় ঝড় তুলেছিল বড়পর্দায়। এ বার তিনি বোল্ড বিউটি। বিক্রম ভট্ট পরিচালিত ছবি ‘লভ গেমস’-এ তাঁকে বোল্ড লুকে দেখবেন দর্শক।  




সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির নতুন একটি ট্রেলর। ইতিমধ্যেই পত্রলেখা ও গৌরবের ইরোটিক এই থ্রিলার নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। এর আগের ট্রেলরটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। ছবিতে পত্রলেখা অভিনীত চরিত্রের নাম রামোনা। যিনি গৌরবের সঙ্গে ফ্লার্ট করবেন। যেখানে দু’জনেই প্লেয়ার। মুকেশ ভট্ট এবং মহেশ ভট্টের প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল। তার আগে দেখে নিন ছবির ট্রেলর।

দেখুন সেই ট্রেলর

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.