অদ্ভুতুড়ে 12:29 AM

বাড়ির সবচেয়ে ছোট সদস্যের স্কুলে অ্যানুয়াল ফাংশন। আর তাতে পরিবারের সকলে যাবেন, এটা তো স্বাভাবিক। বচ্চন পরিবারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাই গত সোমবার ছোট্ট আরাধ্যার স্কুলের অ্যানুয়াল ফাংশনে হাজির ছিলেন অমিতাভ, অভিষেক এবং ঐশ্বর্যা।


বেবি পিঙ্ক জামায় আরাধ্যাকে ঠিক পরীর মতো দেখতে লাগছিল। গোলাপি নাকি বেবি বচ্চনের প্রিয় রঙ। আনারকলিতে ঐশ্বর্যার গর্জিয়াস লুক নজর কেড়েছিল সকলের। অমিতাভ এবং অভিষেকের পরনে ছিল সাদা পাঠানির সঙ্গে নেহেরু কোট।

অডিয়েন্সে বসে অভিষেক, ঐশ্বর্যাকে নিয়ে গোটা অনুষ্ঠানটি এনজয় করেছেন বিগ বি। হাততালি দিয়ে আরাধ্যার বন্ধুদের উত্সাহিত করতেও দেখা গিয়েছে তাঁকে। অন্যান্য অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়মও করেন তারকারা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.