অদ্ভুতুড়ে 11:18 PM

স্প্যানিশ লা লিগা আগেও দুই ঘোড়ার লড়াই ছিল, এখনো তাই আছে! মাঝে গত কয়েক মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলে খানিকটা চাপ বাড়িয়ে সেটা তিন ঘোড়ায় পরিণত করেছিল। তবে আবারো সেটা দুই ঘোড়াতেই নেমে এসেছে। 


অ্যাটলেটিকো আরো পেছনে ফেলল রিয়ালকে

কারণটা অবশ্য অ্যাটলেটিকোর অবনমন নয়, তাদের মাদ্রিদ প্রতিদ্বন্দ্বী রিয়ালের অবনমিত পারফরমেন্স। সেই রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শীর্ষ দল বার্সেলোনার আরো খানিকটা কাছে চলে আসার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ডিয়েগো সিমিওনের দল।

ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে মঙ্গলবার রাতে সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। এতে লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকার পথটাও সুগম থাকল তাদের।

নিজেদের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের মাঠ থেকে ১-০ গোলে জিতে আসা অ্যাটলেটিকো ম্যাচের ৮মিনিটে এগিয়ে গেলেও প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি। এসময় কোকের ক্রসে প্রতিরোধ গড়তে যেয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন সোসিয়েদাদ ডিফেন্ডার ডিয়েগো অ্যান্টোনিও।

মধ্যবিরতির পরপরই অবশ্য প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে লিগে নিজেদের ১৯তম জয়টি নিশ্চিত করে দলটি। ম্যাচের ৪৬ মিনিটে লুসিয়ানো ভিয়েত্তোর ক্রসে দুর্দান্ত ভলিতে প্রথমে জালে খুঁজে নেন সাউল নিগুয়েস। পরে ৬১ মিনিটে অ্যান্টোনিও গ্রিজমানের পেনাল্টিতে আরেকবার প্রতিপক্ষের জাল খুঁজে নেয় অ্যাটলেটিকো।

এই জয়ে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকল অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর অ্যাটলেটিকোর সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.