অদ্ভুতুড়ে 11:24 PM

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘ডুব’র (নো বেড অব রোজেস) শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেতা ইরফান খান। খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

ইরফান খান ঢাকায় আসছেন মার্চে





পরিবর্তন ডটকমকে মঙ্গলবার দুপুরে তিনি বলেন, ‘‘ডুব’র শুটিংয়ে অংশ নিতে ২০ মার্চ বাংলাদেশে আসবেন ইরফান। তিনি বাংলাদেশে টানা ২০দিন শুটিং করবেন। শুটিং হবে ঢাকার পুবাইল, এফডিসি ও রাঙামাটিতে।’

অন্যান্য সিনেমায় গল্প থেকে শুরু করে সবকিছুতে হস্তক্ষেপ করলেও এ ছবিতে জাজ নীতি পাল্টিয়েছে। এমনকি পুরো গল্প জানেন না আব্দুল আজিজ। তাহলে কিসের ভরসায় প্রযোজনা করছেন? তার উত্তর, ‘কারণটা সহজ— নামটা যে ফারুকী। তার নামের উপরে আর কিছু লাগে না। আমরা শুধু টেকনিক্যালি যখন যা লাগবে তা দিয়ে যাব। নির্মাণের ব্যাপারে কোনো প্রকার কথা বলব না।’

ছবিটির বাজেট ১৫ লাখ ডলার। তবে পুরো বিনিয়োগ জাজের না। তা কত? ‘গোপনীয়তা’ রক্ষাতে প্রকাশ করতে চাইলেন না আজিজ। তিনি বলেন, ‘শুধু বলতে পারি এটি দেশের সবচেয়ে বড় বাজেটের ছবি হচ্ছে।’

মৃত্যু একটি পরিবারের সবাইকে এক করে— সে গল্প নিয়ে নির্মিত হবে ‘ডুব’। এতে আরও অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র, রোকেয়া প্রাচী ও নাদের চৌধুরী।

‘টেলিভিশন’ নির্মাতার সিনেমাটিতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন ইরফান খান। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এ ছাড়া ফারুকীর প্রতিষ্ঠান ছবিয়ালের অংশগ্রহণ থাকছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.