অদ্ভুতুড়ে 12:44 AM

সত্যিই এমনটা হবে বুঝি? শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সানি লিওন!


হুম। ঠিকই পড়ছেন। এটাই হবে। তবে অভিনয় নয়। শাহরুখের আসন্ন ছবি ‘রইস’এর একটি গানে কোমর দোলাবেন সানি। শোনা গিয়েছে, ‘কুরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানটি ব্যবহার করা হবে ‘রইস’-এ। এমনকী সানির সঙ্গে নাচতে দেখা যেতে পাবে বলি-বাদশাকেও।

সব প্ল্যান কমপ্লিট। শুধু অনুমতির অপেক্ষা। দু’তরফ থেকে অনুমতি মিললেই শুটিং হয়ে যাবে। বি-টাউনের একটা বড় অংশের মতে, এমন অফার হাতছাড়া করবেন না ‘বেবি ডল’। আফটার অল ফিল্মি ইতিহাসে শাহরুখের সঙ্গে জুড়ে যাবে তাঁর নাম।  

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.