অদ্ভুতুড়ে 5:07 AM

জন্মসূত্রে তিনি পাকিস্তানি। কিন্তু পেশা তাঁর পর্নোগ্রাফি। পর্ন ছবিতে অভিনয় করেন তিনি। আর সেই কারেণই পাকিস্তানে ব্যান হয়ে গেলেন নাদিয়া আলি।


নাদিয়া যে পাকিস্তানি, সে কথা প্রচার হয়ে পড়ার পরই ঘটনাটি ঘটে। তিনি অবশ্য কখনই কোনও কথা লুকোননি। কিন্তু সম্প্রতি একটি ইন্টারভিউতে সে কথা আবারও প্রকাশ হয়ে পড়ে।

নাদিয়া অন্য পাকিস্তানি মেয়েদের মতোই বোরখা পরেন। তিনি জানিয়েছেন, তিনি যদি মনে করতেন, বোরখা না পরতেই পারতেন। কিন্তু পাকিস্তানি সংস্কৃতিতে তাঁর বিশ্বাস আছে। তবে নাদিয়া যাই বলুন, পাকিস্তান কিন্তু নাদিয়াকে দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.