অদ্ভুতুড়ে 5:03 AM

নতুন করে আত্মপ্রকাশ করচ্ছেন রাখি সবন্ত। তাঁর দাবি অন্তত সে রকমই। রাখি নিজেই বলছেন, মেকওভার করেছি, শরীরকে নতুন করে সাজিয়েছি। এ বার আমার নতুন যাত্রা শুরুর পালা।


ক’দিন আগেই মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, সকলে শুনুন, আমার কাছে একটা ভাল খবর আছে। আর কয়েক দিনের মধ্যেই রাখি সবন্ত পর্নস্টার হয়ে যাবে। সে দিন থেকেই শুরু হয়েছিল জল্পনার। আর এ বার তাঁর নতুন এই মন্তব্যে বলিউডে অনেকেই দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন। তা হলে কী পর্ন সিনেমায় নামার জন্য প্রস্তুতি সত্যিই শুরু করে দিলেন রাখি?
 
রাখির ঘনিষ্ঠমহলের অবশ্য দাবি, তিনি কখনই পর্ন সিনেমায় নামবেন না। সানি লিওন প্রসঙ্গে হাল্কা চালেই ওই কথা বলেছিলেন তিনি। তবে যেহেতু নামটা রাখি সবন্ত, তাই তিনি একটা চমকের সম্ভাবনা সব সময় থেকেই যায়। কারণ, রাখির ক্ষেত্রে বোধহয় বলিউডের এই ডায়লগটা অবশ্যই খাটে, ‘জো ম্যায় বোলতাহুঁ... ও ম্যায় করতাহুঁ। জো ম্যায় নেহি বোলতাহুঁ...ও ম্যায় জরুর করতাহুঁ।’ তাই যত দিন না রাখি নিজে খোলসা করে জানাচ্ছেন তাঁর মেকওভারের কারণ বা তাঁর নতুন যাত্রা কোন পথে শুরু করতে চলেছেন, তত দিন এ নিয়ে জল্পনা বাড়তেই থাকবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.