অদ্ভুতুড়ে 5:11 AM

দীপিকা নাকি হলিউডের আরও একটি ছবি সই করেছেন। আর সেই ছবিতে থাকছেন ব্র্যাড পিট। ছবিতে নাকি ব্র্যাডের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে দীপিকাকে।


তবে এখনই এ প্রসঙ্গে খুব বেশি কিছু জানা যায়নি। আগে পূর্বের ছবির কাজ শেষ হোক। তারপর নতুন ছবিতে হাত দেবেন দীপিকা। সেখানে থাকবেন ব্র্যাড পিট।

হলিউডের প্রথম ছবিতেই দীপিকা সই করেছেন ভিন ডিসেলের বিপরীতে। তারপর এখন আবার ব্র্যাড পিট। বোঝাই যাচ্ছে, হলিউডে দীপিকার গাড়ি ক্রমেই গতি বাড়াচ্ছে। তবে নতুন এই ছবির নাম এখনও জানাননি দীপিকা। ছবির প্রযোজকের তরফেও কিছু জানানো হয়নি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.