শত্রুঘ্ন সিনহা ও রিনা রায়ের পরকীয়া নিয়ে এখনো নানা গুঞ্জন আছে বলিউডে। গুঞ্জনকারীদের দাবী, সোনাক্ষী সিনহার সঙ্গে বিরাট মিল রয়েছে রিনা রায়ের। এই প্রসঙ্গ এলে কিছুটা নিষ্প্রভও হয়ে যান সোনাক্ষী। একটু থমকে জানান, তেমন কোনও সাদৃশ্য তিনি তো কখনও খুঁজে পাননি।
এবারও এক সাক্ষাতকারে একই কথা জানালেন এই দাবাং গার্ল। জানিয়েছেন, তার বাবা ও রিনা রায়ের প্রেম-রোমান্সের সময় তার জন্মও হয়নি। বড় হয়ে, বুঝতে শিখে তিনি অনুভব করেছেন ব্যাপারটা।
তবে পরে তার মনে হয়েছে, অতীতে কী ঘটেছিল, তার জন্য তার বাবাকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনও মানে হয় না।
সোনাক্ষী আরও জানিয়েছেন, প্রত্যেকেরই একটা অতীত থাকে। তাকে আঁকড়ে কেউ কি সারা জীবন কাটান? এসব গল্প রসাল গসিপের উপাদান হতে পারে। কিন্তু তার পারিবারিক সম্পর্ককে তিনি পরিবারের বিন্দু থেকেই দেখতে চান।
তাও রিনা রায়ের চেহারার সঙ্গে তার (সোনাক্ষী) সাদৃশ্য নিয়ে সাক্ষাতকারে প্রশ্ন উঠলে বেশ ঝেঁঝেই ওঠেন। জানান, তার সঙ্গে তার মা পুনম সিনহার সঙ্গেই তার মিল বেশি।
পুনমও ছিলেন ১৯৭০ দশকের বলিউড অভিনেত্রী। তার ‘স্ক্রিন নাম’ ছিল ‘কোমল’।

Post a Comment