অবাক হচ্ছেন! কিন্তু এটাই তো সত্যি বলে দাবি নানা মহলের। ক্রিকেট তারকা যুবরাজ সিংহকে আজকাল অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে ঘনঘন দেখা যাচ্ছে। তাঁরা নাকি ডেট করছেন। শুধু বন্ধুত্ব নয়, সম্পর্কটা তাহলে আরও গাঢ়?
সম্প্রতি দুজনকে লন্ডন বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে। খবর, তাঁরা ছুটি কাটাতে গিয়েছিলেন। তবে দুজনের কেউই মুখতে নারাজ। সম্পর্কটা কী, খোলসা করতে চাইছেন না তাঁরা।
হেজেলকে সালমান-করিনার ‘বডিগার্ড’ ছবিতে দেখা গিয়েছিল। সেই হেজেল কি এবার যুবরাজের জীবনসঙ্গী হতে চলেছেন? এর আগে কখনও কিম শর্মা, কখনও বা দীপিকা পাড়ুকোনের সঙ্গেও যুবির ‘ঘনিষ্ঠতা’ নিয়ে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু সেসব থেমে যেতেও বেশিদিন লাগেনি।

Post a Comment