অদ্ভুতুড়ে 11:13 PM

একবার নয়, দু’বার নয় তেইশ হাজার বার ইমরানের ঠোঁটে ঠোঁট মেশালেন কঙ্গনা রানাওয়াত। কাট্টি বাট্টি’ ছবির ‘লিপ টু লিপ কিসিয়া’ ছবির গানের জন্য এমনই সংখ্যক চুম্বন করতে হয়েছে তাদের। তাও 

 

 

 

আবার  তিনদিন ধরে আটঘণ্টা করে গানের দৃশ্যায়নের জন্য ঠোঁটে ঠোঁটে মিলিয়েছেন কঙ্গনা।
ভারতে প্রথম ব্যবহৃত স্টপ মোশন টেকনোলজিতে এই গানের শুটিং হয়েছ। আর প্রথম শুটিং তাও এমন গানে, যেখানে নায়ক নায়িকাকে বারবার চুমু খেতে হল। সে যাই হোক মুখপাত্র জানিয়েছেন, কঙ্গনা-ইমরান দু’জনেই এতখানি পেশাদার যে, এ দৃশ্য শুট করতে তাঁদের নাকি বিন্দুমাত্র অসুবিধা হয়নি।
নিখিল আদবানীর এ ছবি রোম্যান্টিক কমেডি হলেও, দর্শক এতে আছে রহস্যের খোঁজও পাবেন ৷ ছবিটি ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবার কথা রয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.