অদ্ভুতুড়ে 11:55 AM
সনাক্ষি পেলো হেরোর স্থান।

সনাক্ষি পেলো হীরোর স্থান। হলিডেছবির পরিচালক এ.আর.মুরুগাদস তার আগামী ছবিতে কাজ করার জন্য একবারে তৈরি৷ মুরুগাদসের পরের ছবি একেবারেই নায়ক কেন্দ্রিক৷ 


সনাক্ষি পেলো হীরোর স্থান।

কিন্তু টুইস্ট হল সেই ছবিতেই হিরোর ভূমিকায় অভিনয় করতে চলেছেন সোনাক্ষী সিনহা৷ একটি সাক্ষাৎকারে মুরুগাদস জনিয়েছেন, তার পরের ছবিতে কোন পুরুষ হিরো থাকছে না৷ সোনাক্ষীই ছবির প্রধান চরিত্র অভিনয় করবে৷ সোনাক্ষী এই ছবিতে সেই ভাবেই হিরোর অভিনয় করবেন যেখানে গজনীতে আমির ও হলিডেতে অক্কি করেছেন৷ সোনাক্ষী এই কারণেই হলিউডের মাস্টার অ্যাকশন এক্সপার্টের থেকে প্রায় দুমাস ট্রেনিংও নেবেন৷ মুরুগাদসের বক্তব্য অনুযায়ী সোনাক্ষীকে এই ছবিতে একেবারে নতুন অ্যাকশন অবতারে দেখা যাবে৷ সোনাক্ষীর কাঁধেই এই ছবির গোটা দায়িত্ব৷ ছবিতে সোনাক্ষীর স্টান্ট কেরলের পরম্পরাগত মার্শাল আর্টের উপর আধারিত হবে৷ ছবির স্ক্রপিটের কাজ চলছে, খব তাড়াতাড়িই শুরু হবে এই ছবির শ্যুটিং৷

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.