অদ্ভুতুড়ে 10:47 AM
নায়লা নাইম আর সালমান আল মুক্তাদির একই Item গানে।


সালমান আল মুক্তাদিরও ছাড় পেলেন না নায়লা নাইম থেকে।নায়লা নাঈম আলোচিত মডেল ও অভিনেত্রী। এরই মধ্যে তিনি একটি আইটেম গানে নেচে আলোড়ন সৃষ্টি করেছেন। অন্যদিকে বাংলাদেশের ইউটিউব হিরো সালমান মুক্তাদির। এবার এই দুই জনপ্রিয় তারকাকে দেখা যাবে একটি আইটেম গানে।তারা এই আইটেম গানে নাচবেন একসঙ্গে। 'মাস্তি আনলিমিটেড' নামের নাটকের আইটেম গানে দেখা যাবে তাদের। ৯ সেপ্টেম্বর মিরপুরে এই আইটেম গানের শুটিং হবে। নাটকটি নির্মাণ করছেন বান্নাহ। ম্যাক্স কোলা নিবেদিত নাটকটি আসছে ঈদে প্রচার হবে বলে জানা যায়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.