অদ্ভুতুড়ে 12:03 PM
কলকাতায় আগে মুক্তি পাচ্ছে ‘আশিকী’



নির্ধারিত ছিল দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাবে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদলের কথা জানালো কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ। তাই বাংলাদেশে মুক্তির আগেই কলকাতায় মুক্তি পাচ্ছে ‘আশিকী’।

আগামী ২৫ সেপ্টেম্বর ঈদুল আযহা’র দিন বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাবার কথা ছিলো আশিকী’র। কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে আগামী ১৮ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি। তবে বাংলাদেশে পূর্ব নির্ধারিত তারিখেই ছবিটি মুক্তি পাবে।

‘আশিকী’ ছবিতে বাংলাদেশের নুসরাত ফারিয়া’র বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ। ছবিটি যৌথভাবে  প্রযোজনা করেছেন আশোক পতি ও আব্দুল আজিজ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.