অদ্ভুতুড়ে 9:42 PM

অপেক্ষার অবসান ঘটলো সুস্মিতা প্রেমীদের। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিলো ঢাকায় আসছেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। অবশেষে রোববার দুপুরে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছালেন তিনি।

 



টানা প্রায় চার বছর পর ঢাকা সফরে আসলেন এই তারকা। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে রোববার দুপুড় সাড়ে ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ইউনিলিভারের পণ্য ট্রেসেমে নামক একটি শ্যাম্পুর বাজারজাতকরণ উপলক্ষে সন্ধ্যা ৭টায় নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ফ্যাশন শো। আর এতে শো-স্টপার হিসেবে দেখা যাবে সুস্মিতাকে।
আয়োজক সূত্রে জানিয়েছে, সোমবার সকালে মুম্বাই ফিরে যাবেন সুস্মিতা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.