অদ্ভুতুড়ে 2:01 PM
র‌্যাম্পে হাঁটতে যাচ্ছেন পাতৌদি পরিবারের বধূ কারিনা কাপুর খান
র‌্যাম্পে হাঁটতে যাচ্ছেন পাতৌদি পরিবারের বধূ ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। 'ল্যাকমি ফ্যাশান উইক ২০১৫'-এ মঞ্চ মাতাবেন তিনি। ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী ডিজাইনার গৌতমের পোশাক পরে আবেদনময়ীরূপে দর্শকদের সামনে হাজির হবেন বলে জানা গেছে।
ওয়ান ইন্ডিয়া জানায়, কারিনা ক্যারিয়ারের শুরু থেকেই একজন ফ্যাশন আইকন হিসেবে পরিচিতি লাভ করেছেন। চলচ্চিত্রের প্রতিটি চরিত্রে স্বকীয়তা বজায় রেখে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। এমনকি তার পোশাক-পরিচ্ছদও চোখে পড়ার মতো। তাই এ ফ্যাশন উইকে শো-স্টপারের দায়িত্বও পালন করতে যাচ্ছেন কারিনা। এ প্রসঙ্গে 'হিরোইন' তারকা কারিনা বলেন, 'আমি নিজেকে একজন রুচিশীল মানুষ বলে মনে করি। তাই আমার পছন্দ অনুযায়ী নিজেকে সাজাই। এত বড় একটি ফ্যাশন শোয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত।'
সূত্রটি আরো জানিয়েছে, চলতি মাসেই 'ল্যাকমি ফ্যাশন উইক' শুরু হতে যাচ্ছে। তাই জোর কদমে এর আয়োজন চলছে। শীতকালীন পোশাকে নিজেদের কালেকশন নিয়ে প্রায় ডজনখানেক ডিজাইনার প্রস্তুত রয়েছেন। এদিকে, কারিনার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত 'বজরঙ্গি ভাইজান' বক্স অফিস এখনো কাঁপিয়ে চলেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.