অদ্ভুতুড়ে 1:56 PM
কঙ্গনা রনৌতের প্রশংসায় পঞ্চমুখ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন
'কুইন' খ্যাত অভিনেত্রী কঙ্গনা রনৌতের প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটারে তার অভিনয়ের প্রশংসা করেছেন তিনি। অমিতাভ তার টুইটে কঙ্গনাকে আশ্চর্যজনক অভিনয়প্রতিভার অধিকারী বলে অ্যাখায়িত করেছেন।
জি নিউজের খবরে জানা গেছে, প্রথমবারের মতো অমিতাভ ও কঙ্গনা একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। রাজু হিরানি নির্দেশিত ওই বিজ্ঞাপনচিত্রে তাদের ব্রিটিশ আমলের পোশাক-পরিচ্ছদে দেখা যাবে। ওই বিজ্ঞাপনের শুটিংয়ে কঙ্গনার অভিনয়প্রতিভা দেখে রীতিমতো মুগ্ধ বনে গেছেন অমিতাভ। এ প্রসঙ্গে তিনি এক টুইটবার্তায় লিখেন, 'কঙ্গনা রনৌতের সঙ্গে কাজ করার সুযোগ ঘটল। কী অসাধারণ ও! এত ভালো, এত প্রতিভাধর অভিনেত্রী বলিউডে খুব কমই রয়েছে।'
সূত্রটি আরো জানিয়েছে, এর আগে 'তনু ওয়েডস মনু রিটার্নস' দেখে অভিভূত হয়ে কঙ্গনাকে চিঠি ও ফুলের তোড়া পাঠিয়েছিলেন অমিতাভ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.