ঘুর্ণয়মান এক সেতু, যে সেতু যখন প্রয়োজন ইচ্ছামত ঘুরিয়ে ফেলা যায়। ডেনমার্কের ডাচ ড্যামে এই বিচিত্র সেতুটির অবস্হিত। বড় বড় জাহাজ যখন যায় তখন ব্রিজটি সরিয়ে ফেলা হয় আবার যখন গাড়ি চলে তখন ব্রিজটিকে আগের স্থানে নিয়ে যাওয়া হয় তাও আবার খুব কম সময়ে।
/
ভিডিওটি দেখুনঃ
Post a Comment