এটি কোন চলচ্চিত্রের কাহিনী নয়। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিয়ামির আদালতে। একই স্কুলে পড়তেন তারা। কিন্তু একজন হলেন জজ্ আর অপর জন আসামি। ছোট বেলায় তাদের মধ্যে ছিল ঘনিষ্ট বন্ধুত্ব। জজ্ মিন্দি গ্লাজার বিচারকের কাঠ গড়ায় বসে সঙ্গে সঙ্গে চিনে ফেলেন তার ছোট বেলার বন্ধু আর্থার বুথকে।
যখন জজ্ বললো তুমি কি আমাকে ভুলে গেছ। আমি তোমার ছোট বেলার বন্ধু। তুমি খুব ভালো ফুটবল খেলতে। এ কথা শুনে কান্নায় ভেঙে পড়েন তার চোর বন্ধু আর্থার বুথ। উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশের দায়ে বুথকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছিল পুলিশ।
ভিডিওটি দেখুনঃ
Post a Comment