![]() |
| দেবের সচেতনতা |
তা ছাড়া প্রযোজক যে নায়িকাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার সম্পর্কে দেবের স্পষ্ট ধারণা রয়েছে। বিশেষ করে ওই নায়িকার একটি ছবি পশ্চিমবাংলায় ফ্লপ হওয়ার ঘটনাটা দেবের জানা ছিল। ব্যর্থ একজন নায়িকার সঙ্গে এ সময়ে কাজ করা ঠিক হবে না ভেবেই দেব প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন বলে কলকাতা থেকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
একদিনের কলকাতা ট্যুরে ব্যর্থ হয়ে সেই নায়িকা সব অভিমান ভুলে তার আবিষ্কারের কাছেই আবার ফিরে গেছেন বলে সূত্রটি নিশ্চিত করেছে। এর ফলে আগামীতে অনেক কিছুই ওলট-পালট হয়ে যেতে পারে বলে তাদের ঘনিষ্ঠজনরা ধারণা করছেন।

Post a Comment