অদ্ভুতুড়ে 2:54 AM
পরবর্তী ছবির জন্য এবার ন্যাড়া হতে চলেছেন কঙ্গনা রানাউত

নিজের পরবর্তী ছবির জন্য এবার ন্যাড়া হতে চলেছেন ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ খ্যাত কঙ্গনা রানাউত। ‘গ্যাংস্টার’, ‘ওহ লামহে’, ‘ফ্যাশন’, ‘রিভালভর রানি’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নসে’ ভিন্ন ভূমিকায় দেখা গেছে ছোট শহর থেকে আসা বলিউডের এই কোঁকড়া চুলিরে সুন্দরীকে। প্রতিটা ছবির জন্যই তিনি প্রশংসা পেয়েছেন বিশেষজ্ঞ ও দর্শকদের কাছ থেকে। সম্প্রতি ‘কুইন’ ছবিটি ১৬তম আইফার মঞ্চে সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা কাহিনীর জন্য পুরস্কৃতও হয়েছে।
এবার তিনি ‘কাট্টি বাট্টি’ ছবিতে ইমরান খানের বিপরীতে অভিনয় করতে চলেছেন এবং সেই ছবিতে কঙ্গনার থেকে ন্যাড়া ‘লুক’ চেয়েছেন ছবির পরিচালক। তাই তিনি শিগগিরই মাথা মুড়োতে চলেছেন। তবে কঙ্গনার ভক্তদের জন্য সুখবর। তিনি ছবিতে অভিনয়ের জন্য কৃত্রিমভাবে ন্যাড়া হওয়ার কথাই ভেবেছেন। তাঁর কোঁকড়ানো চুল যেমন তেমনই থাকবে। অভিনেত্রীর ভক্তদের জন্য নিঃসন্দেহে এটা সুখবর। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.