![]() |
| নতুন নতুন বিজ্ঞাপনে বৃষ্টি |
এক বছরের কিছুটা বেশি সময় ধরে মিডিয়াতে কাজ করছেন বৃষ্টি। সময়টা খুব বেশি না হলেও এরই মধ্যে ছয়টি বিজ্ঞাপন প্রচার হয়েছে তার। কাজ করছেন আরও নতুন নতুন বিজ্ঞাপনে। এনার্জি ড্রিংকস, গৃহস্থালি ও খাদ্যপণ্য, মোবাইল সেট ইত্যাদি। এর মধ্যে চারটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন বৃষ্টি। শিগগির এগুলো প্রচারে আসবে বলে জানান তিনি।
মিডিয়াতে কাজ করা প্রসঙ্গে বৃষ্টি জানান, ‘মিডিয়াতে আমার কাজের শুরুটা ছিল চলচ্চিত্রে অভিনয় দিয়ে। সেই চলচ্চিত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়নি এখনও। তবে চলচ্চিত্রে কাজ করার প্রবল ইচ্ছা থাকলেও নিজেকে অভিনয়ে আমি আরও সমৃদ্ধ করতে চাই। এখন আপাতত বিজ্ঞাপনে এবং টিভি নাটকে অভিনয় করতে চাই।’
মাসুদুল হাসানের পরিচালনায় ‘সাফিয়া’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে মিডিয়ার পথচলা শুরু হয় বৃষ্টির। তবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়নি এখনো। মডেল হিসেবে বৃষ্টি প্রথম কাজ করেন আশফাক বিপুলের নির্দেশনায় একটি মোবাইল ফোন সেটের বিজ্ঞাপনে।

Post a Comment