অদ্ভুতুড়ে 2:54 AM
শহীদ গ্রীসে ব্যাচেলর পার্টি উদযাপন করবেন


বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর খ্যাত শহীদ কাপুর আগামী ১০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। আর তার আগে এবারে তিনি গ্রীসে তার ব্যাচেলর জীবনের শেষ কয়েকটি দিন উদযাপন করবেন বলে ঠিক করেছেন।

মীরা রাজপুতকে বিয়ে করার আগে শহীদ কাপুর গ্রীসে তার ব্যাচেলর পার্টি উদযাপন করবেন। গ্রীসে তার ডেস্টিনেশন ওয়েডিং করার কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। বরং শোনা যাচ্ছে এই তারকা দিল্লিতে বিয়ে করবেন এবং মুম্বাইতে তার ওয়েডিং রিসেপশন হবে।
বিয়ের জন্য নতুন সিনেমায় এখনো চুক্তিবদ্ধ হতে পারছেন না ‘হায়দার’ খ্যাত এই অভিনেতা। কঙ্গনা রনৌত ও সাইফ আলী খানের সঙ্গে শহীদ খুব শীঘ্রই ‘রাঙ্গুন’ সিনেমার কাজ শুরু করতে চলেছেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.