![]() |
ন্যাড়া হবেন কঙ্গনা ‘কাট্টি বাট্টি’র জন্য |
অভিনয়ের জন্য তারকাদের অনেক আত্মত্যাগ করতে হয়। ‘হায়দার’ সিনেমায় শহীদ কাপুর অভিনয়ের জন্য যেভাবে চুল ফেলে ন্যাড়া হয়েছিলেন, এবারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রনৌতও সে পথ অনুসরণ করছেন।
নিখিল আদভানি পরিচালিত ‘কাট্টি বাট্টি’ সিনেমা এরই মধ্যে আলোচনায় এসেছে। ‘কাট্টি বাট্টি’ সিনেমায় অভিনয় করছেন কঙ্গনা ও ইমরান খান। আর কঙ্গনা এখানে একজন মৃত্যু পথযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন যার চুল ক্রমশই পড়ে যাচ্ছে। তাই কঙ্গনাকেও চুল ফেলে দিতে হয়। তবে কঙ্গনা কিন্তু শহীদ কাপুরের মত সত্যি ন্যাড়া হবেন না, তাকে কৃ্ত্রিমভাবে ন্যাড়ার লুক দেয়া হবে।
উল্লেখ্য, কঙ্গনা অভিনীত ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এরই মধ্যে ২০০ কোটি রুপি আয় করেছে।
Post a Comment