বাগদান হয়ে গেল জনপ্রিয় টিভি অভিনেত্রী নওরীন হাসান খান জেনির। গত ৫ জুন বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খানের সঙ্গে তার আংটিবদল হয়।
বাগদান শেষে জেনির সঙ্গে তোলা ছবি সোমবার দুপুরে ফেসবুকে নিজের টাইমলাইনে পোস্ট করেন তানভীর।
জেনি বলেন, “তানভীরের সঙ্গে আংটিবদল হওয়ায় বেশি ভাল লাগছে। নতুন করে সব শুরু হলো। তানভীরের সঙ্গে নতুন এ পথচলা যেন সুন্দর হয় সেজন্য দোয়া কামনা করছি সবার।”
আংটিবদল হলেও এখন পর্যন্ত বিয়ের বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়নি। চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানান জেনি।
আংটিবদলের আগে কয়েক মাস ধরে জেনি ও তানভীরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি শুরুর দিকে গোপন থাকলেও পরে নিজেরাই প্রকাশ করেন।
এর আগে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে সংসার পেতেছিলেন জেনি।

Post a Comment