![]() |
| নুসরাত ফারিয়া সোহমের নায়িকা এবার |
উপস্থাপিকা থেকে নায়িকা হয়ে চমকে দিয়েছেন নুসরাত ফারিয়া। দেশসেরা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নায়িকা হয়ে বড় পর্দায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছেন এ সুন্দরী।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘প্রেমি ও প্রেমি’ ছবিতে পশ্চিমবঙ্গের নায়ক অঙ্কুশের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন শিগগির। এবার শোনা যাচ্ছে যৌথ প্রযোজনার নতুন আরো এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া।
কলকাতার রাজিব ও বাংলাদেশের আবদুল আজিজ যৌথভাবে পরিচালনা করবেন নতুন ছবিটি। সম্ভাব্য নাম শোনা যাচ্ছে, ‘প্রমিস’। রোমান্টিক গল্প নিয়ে নির্মিতব্য ছবিতে এবার নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম।
শোনা গেছে, সেপ্টেম্বর মাসের দিকে শুটিং শুরু হতে পারে। বাংলাদেশ ও ভারতের বাইরে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন স্থানে শুটিং হবে নুসরাত ফারিয়ার নতুন এ ছবির।

Post a Comment