অদ্ভুতুড়ে 2:05 PM
বলিউড দুনিয়ায় এবার নতুন রূপে আবির্ভূত হতে চান সানি লিওন

বলিউড দুনিয়ায় এবার নতুন রূপে আবির্ভূত হতে চান সানি লিওন। এবার তিনি অভিনেত্রী থেকে প্রযোজকের খাতায় নাম লেখাতে চান। স্বামী ড্যানিয়েলের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে।
সানি জানিয়েছেন, ''আমার আর ড্যানিয়েলের কাছে ছবি প্রযোজনা খুব স্বাভাবিক বিষয়। তবে এই কাজ শুরু করার আগে অনেক কিছু শিখতে হবে আমাদের।''
লস এঞ্জেলসে একটি প্রযোজনা সংস্থার মালিক সানি এবং তার স্বামী। বলিউডি ছবি তৈরির জন্য নতুন একটি কোম্পানি খুলেছেন তারা। এখন নিজেদের কোম্পানির জন্য ভাল টিম তৈরিতে ব্যস্ত এই দম্পতি।
এ বিষয়ে সানি জানিয়েছেন, ''আমি বিশ্বাস করি একটা ভাল ছবি করতে হলে তার পিছনে একটা ভাল দল থাকা দরকার। তাই আমরা বিশ্বাসযোগ্য কিছু লোক খুঁজছি।''

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.