অদ্ভুতুড়ে 2:01 PM
রুপালি পর্দায় পথচলা শুরু করছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কবির তিথির
ছোট পর্দা থেকে সিনেমা জগতের রুপালি পর্দায় পথচলা শুরু করছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কবির তিথি। সম্প্রতি তিনি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘মিশন মাদ্রিদ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সবকিছু ঠিক থাকলে এই সিনেমার শুটিং হবে স্পেনের মাদ্রিদে। তাই ঈদের দুদিন পরই স্পেনের উদ্দেশ্যে রওনা দিবেন তিথি।
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিথি জানান,"এতোদিন টিভি নাটকে অভিনয় করেছি,আমার স্বপ্ন ছিলো বড় পর্দায় কাজ করবো । সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব ভালো লাগছে। আশা করছি দর্শকদের জন্য পূর্ণাঙ্গ বিনোদনের একটি ছবি নিয়ে আসতে পারবো।"
জানা যায়, টানা প্রায় ১২দিন `মিশন মাদ্রিদ` ছবির শুটিং এর কাজে স্পেনে ব্যস্ত থাকবেন ছবির কলাকুশলীরা। ছবিতে তিথির নায়ক হিসেবে অভিনয় করবেন বাপ্পি। ঈদের একাধিক নাটক নিয়ে ব্যস্ত আছেন ছোট পর্দার জনপ্রিয় এই মুখ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.