![]() |
| রুপালি পর্দায় পথচলা শুরু করছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কবির তিথির |
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিথি জানান,"এতোদিন টিভি নাটকে অভিনয় করেছি,আমার স্বপ্ন ছিলো বড় পর্দায় কাজ করবো । সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব ভালো লাগছে। আশা করছি দর্শকদের জন্য পূর্ণাঙ্গ বিনোদনের একটি ছবি নিয়ে আসতে পারবো।"
জানা যায়, টানা প্রায় ১২দিন `মিশন মাদ্রিদ` ছবির শুটিং এর কাজে স্পেনে ব্যস্ত থাকবেন ছবির কলাকুশলীরা। ছবিতে তিথির নায়ক হিসেবে অভিনয় করবেন বাপ্পি। ঈদের একাধিক নাটক নিয়ে ব্যস্ত আছেন ছোট পর্দার জনপ্রিয় এই মুখ।

Post a Comment