অদ্ভুতুড়ে 2:09 PM
পারিশ্রমিক পারিশ্রমিকঃ অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর
অভিনয়ের পর চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পারিশ্রমিক করেছেন মডেল, অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি বলেন, নির্দিষ্ট করে কোনো পরিচালক ‍কিংবা প্রযোজকের নাম বলবো না। শুধু বলব, চুক্তিবদ্ধ একজন অভিনেত্রীকে সারাদিন খাটিয়ে তাকে পারিশ্রমিক না দেওয়া এক ধরনের অপরাধ। যেটা ইন্ডাস্ট্রিতে হয়ে আসছে।
নাটকের বাজেট কমে যাচ্ছে বলে উল্লেখ করে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী বললেন, এতে করে মানসম্মত কাজ হচ্ছে না। কম বাজেটের কারণে দৃশ্যায়নের সময় কমে আসে। অল্প সময়ে কিভাবে নিজের সেরাটা দিতে পারে একজন আর্টিস্ট?
এদিকে উর্মিলা সাফ জানিয়ে দিলেন আর কোনো মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করবেন না। তবে এর আগে তিনি ইমরান ও পূজার ‘দূরে দূরে’ গানে মডেল হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা ঊর্মিলা ধারাবাহিক থেকে এক পর্বের নাটকে অভিনয়ে বেশি আগ্রহী। মডেল-অভিনেত্রী-আইনজীবী এ অভিনেত্রী গানও করেন। রবীন্দ্রসংগীতে স্বর্ণপদকজয়ী গায়িকা তিনি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.