অদ্ভুতুড়ে 12:11 PM
মুগ্ধ রমিলা’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন

বলিউডের জনপ্রিয় ও গুণী নির্মাতা মধুর ভান্ডারকরের ছবি ‘ফ্যাশন’ দিয়ে অভিনয় জগতে পা ফেলেছিলেন মডেল মুগ্ধ গডসে। সেই ছবিতে একজন বাঙালি মডেল হিসেবেই দেখা গিয়েছিলো তাকে। তবে ফের মুগ্ধকেই বাঙালি নারীর চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে। দবে এবার একেবারে নায়িকা হিসেবে।


জানা গেছে, জাসবান্ত খেরা’র নতুন ছবি ‘রমিলা’-তে প্রধান চরিত্রে দেখা যাবে মুগ্ধ গডসেকে।

ছবি সম্পর্কে মুগ্ধ বলেন, হ্যাঁ, আমি ‘রমিলা’ ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এখানে রমিলা নাম চরিত্রেই আমাকে দেখা যাবে। এটি একটি বাঙালি নারীর উপর নির্মিতব্য ছবি। যেখানে রমিলাকে দেখা যাবে আজকের সমাজের প্রতিবাদমুখর এক নারী চরিত্রে।

রমিলা ছবিটিতে মুগ্ধকে নিশ্চিত করার পর নির্মাতা জাসবান্ত ছবির সকল চরিত্রদের নিয়ে একটি গেট টুগেদার করেছিলেন, সেখানে মুগ্ধ গডসেকে একেবারে হুবহু একজন বাঙালি নারীর বেশ ভূষায় তাকে দেখা যায়।

দেখা যাক, এখন স্ক্রিনে রমিলা হয়ে কতোটা বাঙালিয়ানা দেখাতে পারেন মুগ্ধ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.